



কুমিল্লা জেলা এনজিও ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম
তথ্যপ্রযুক্তি (আইসিটি) এখন আর বিলাসিতা নয়—বরং উন্নয়নের অপরিহার্য অংশ। এক সময় এই খাতটি বাংলাদেশে নতুন হলেও আজ এ দেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, প্রযুক্তিকে দ্রুত নিজেদের জীবনের অংশ করে তুলেছে। বাংলাদেশ সরকার ২০২১ সালকে সামনে রেখে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার যে স্বপ্ন দেখেছিল, তারই বাস্তব রূপায়নের ধারাবাহিকতায় কুমিল্লা জেলা এনজিও ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে।
এই পোর্টাল কেবল জেলার এনজিও সংস্থাগুলোর তথ্য সংরক্ষণ ও উপস্থাপনেই সীমাবদ্ধ নয়; বরং এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংশ্লিষ্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবেও কাজ করবে। দেশের বাইরে থাকা প্রবাসী নাগরিকরাও এখন খুব সহজেই কুমিল্লার বিভিন্ন এনজিওর কার্যক্রম ও অগ্রগতির খোঁজখবর রাখতে পারবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে।
পোর্টালের মূল উদ্দেশ্য:
- কুমিল্লা জেলার সক্রিয় এনজিওগুলোর তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও উপস্থাপন।
- সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সহযোগিতার ক্ষেত্র তৈরি।
- স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
- জনগণকে সহজে তথ্য প্রাপ্তির সুযোগ করে দেওয়া।
- উন্নয়ন পরিকল্পনায় অংশগ্রহণ নিশ্চিত করা।
আমরা বিশ্বাস করি, এই ডিজিটাল উদ্যোগ কুমিল্লা জেলার উন্নয়নে এক নতুন মাত্রা যুক্ত করবে। এটি ডিজিটাল বাংলাদেশ গঠনের অভিযাত্রায় একটি গর্বিত পদক্ষেপ। আমরা আরও আশাবাদী, যদি জেলার সব এনজিও ও সুশীল সমাজ এই প্ল্যাটফর্মের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকে, তবে আমরা সম্মিলিতভাবে একটি অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও টেকসই উন্নয়ন কাঠামো গড়ে তুলতে পারব।
এই কার্যক্রমের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনাদের সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা এনজিও ওয়েব পোর্টাল আজ বাস্তবতা।

District Commissioner (জেলা প্রশাসক)
কুমিল্লা জেলা
তথ্যপ্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে প্রশাসনিক কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে বর্তমান সরকার “ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ। সেই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার উন্নয়ন কার্যক্রমে কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাকে (এনজিও) একত্রে সংযুক্ত করে একটি সমন্বিত ও তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা এনজিও ওয়েব পোর্টাল এর মাধ্যমে জেলার সকল এনজিও’র কার্যক্রম, প্রকল্প, অবদান ও সহযোগিতার ক্ষেত্রসমূহ সহজে জনসাধারণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে। এটি শুধু প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে না, বরং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমি বিশ্বাস করি, এই ওয়েব পোর্টালটি জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও অংশগ্রহণমূলক প্রশাসন প্রতিষ্ঠায় একটি কার্যকরী মাধ্যম হিসেবে কাজ করবে। কুমিল্লার উন্নয়নে সক্রিয় সকল এনজিও, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই উদ্যোগকে স্বাগত জানাই।
আসুন, আমরা সকলে মিলে একটি উন্নত, মানবিক ও প্রযুক্তিনির্ভর কুমিল্লা গড়ে তুলি।
জেলা প্রশাসক
কুমিল্লা।
Notice
Important Link
Emergency Hotline











