Association for Integrated Development-Comilla (AID-COMILLA)
Basic Information
অ্যাসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট-কুমিল্লা (AID-COMILLA) হলো ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা। আমরা দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য সহায়তা প্রদান করি এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করি, যেমন- কৃষি বাজার সংযোগ, ভ্যালু চেইন, স্মার্ট কৃষিতে কৃষকদের সহায়তা, কৃষক সমবায় গঠন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, জীবিকা, জরুরি সাড়াদান, ন্যায়বিচার, মানবাধিকার, শিশু উন্নয়ন, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংস চরমপন্থা মোকাবিলা, জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং আরও অনেক কিছু। এর মধ্যে সুশাসন, নারীর ক্ষমতায়ন, ন্যায়বিচারে প্রবেশাধিকার, দুর্যোগ ঝুঁকি হ্রাস উদ্যোগ এবং রংপুর, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামের মতো অঞ্চলের ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য মানবিক সাড়াদানের ক্ষেত্রে সিএসও নারী নেতাদের উন্নয়নও অন্তর্ভুক্ত রয়েছে। আমরা ৩০ বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত সফলভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক চাহিদা পূরণে সহায়তা করেছি; সহিংস চরমপন্থা, সিজিবিভি, নারী নেতৃত্বের উন্নয়ন, সংঘাত ও দুর্যোগে বাস্তুচ্যুত মানুষ ও সম্প্রদায়ের জরুরি প্রয়োজনে সাড়া দিয়েছি; দারিদ্র্যের মূল কারণগুলো উন্মোচন ও মোকাবিলা করেছি এবং স্থানীয় সংস্থা গঠনে সহায়তা করেছি।
Chief of NGO Info
Name: Rokeya Begum Shafali
Designation: Executive Director
Cellphone: 01713-018973
E-mail: aidshafali@yahoo.com
Established Date
Legal Status
| নিবন্ধন কতৃপক্ষের নাম | নিবন্ধন নাম্বার | নিবন্ধন তারিখ |
| সমাজসেবা অধিদপ্তর, কুমিল্লা। | কুমি/৫৮৩ | ২১/০৬/১৯৯৫ |
| এনজিও বিষয়ক ব্যুরো, ঢাকা। | ১১৪৫ | ১৭/০৩/১৯৯৭ |
| মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, ঢাকা। | ০০৪২৯-০০১৪০-০০১৪৬ | ২৬/০২/২০০৮ |
| মহিলা বিষয়ক অধিদপ্তর | ১৪১ | ১৯/০৪/২০০০ |
| যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা। | যুউঅ/কুম/স্বীকৃতি | ০১/০১/২০১৮ |
| পিকেএসএফ | তালিকা ভুক্ত নং- ২৮৫ | ২৫/০৬/২০২৩ |
Vision
এইড-কুমিল্লা প্রবঞ্চনামুক্ত ও নিপীড়নমুক্ত এমন একটি সমাজ-ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখে যেখানে প্রতিটি ব্যক্তি শান্তি ও সহমর্মিতার ভিত্তিতে বসবাস করতে সক্ষম এবং যেখানে সমাজের প্রাপ্য সম্পদের উপর প্রতিটি স্বত্ত্বার ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত হবে।
Mission
- উন্নয়ন প্রক্রিয়ায় মানুষের মর্যাদা সমুন্নত করা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত করা।
- ক্ষমতাহীনদের ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ।
- মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ।
- শহর ও গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত পুরুষ, মহিলা এবং শিশুদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে উদ্বুব্ধকরণ, জনগণের সংগঠন তৈরী, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রশিক্ষণ, সম্পদের সঞ্চালন সহ বিভিন্ন ধরণের কর্মসূচী বাস্তবায়ন করা।
Objectives
বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুর সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা—এক্ষেত্রে ক্ষমতায়ন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সমন্বিত উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও সমতা ভিত্তিক সমাজ গঠনই এর লক্ষ্য।
Major Activities
• ক্ষুদ্রঋণ কার্যক্রম
• রোহিঙ্গা সাড়া প্রদান প্রকল্প
• কৃষকদের স্মার্ট কৃষি চর্চায় সহায়তা
• কৃষক সমবায় গঠন
• লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ
• জীবিকা উন্নয়ন
• ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষা
• শিশু বিকাশ
• শিক্ষা কার্যক্রম
• বাল্যবিবাহ প্রতিরোধ
• সহিংস উগ্রবাদ প্রতিরোধ
• লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ
• সুশীল সমাজের নারী নেতৃত্ব বিকাশ
• সুশাসনের জন্য নারী ক্ষমতায়ন
• নারীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতকরণ
• দুর্যোগ ঝুঁকি হ্রাসমূলক উদ্যোগ
• ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা
Network / Forum
- National Alliance of Humanitarian Actors( NAHAB)
- NEAR Change Fund
- Mac Development Foundation.
- Alliance of Ngo’s and CSO”s for South-South Cooperation (ANCSSC)
Partnership/Doner
Head Office Address
Total Branch Offices
Total Staff
Comilla Office Address
গ্রাম: রঘুপুর (বাখরাবাদ গ্যাস হেড অফিসের দক্ষিণে);ডাকঘর: রাজাপাড়া;ইউনিয়ন: জগন্নাথপুর;উপজেলা: কুমিল্লা সদর
কুমিল্লা-৩৫০০