সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)
Basic Information
সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জাতীয় পর্যায়ের একটি শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে এসএসএস ৫৫টি জেলায় ৭৭১টি শাখার মাধ্যমে ১১,৯৩,৮৩৪টি পরিবারকে বিভিন্ন আর্থিক ও জনকল্যাণমূলক সেবা-পরিষেবা প্রদান করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন সহনশীলতা বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করছে।
Chief of NGO Info
নাম: আব্দুল হামিদ ভূইয়া
পদবী: নির্বাহী পরিচালক
মোবাইল: 88-02-55008334-5
ইমেইল: ssstgl@btcl.net.bd, ssstgl@yahoo.com
Established Date
Legal Status
• এম, আর, এ সনদ নং-০০৬৪৫-০১০০২-০০০২৫,
• এনজিও বিষয়ক ব্যুরো-৩৪৫,
• সমাজ কল্যাণ বিভাগ ট-০২১৩/৮৭,
• জয়েন স্টোক কোম্পানী এন্ড ফান্ড এস-৩৫৭৬(৩৬৫)/২০০৪
Vision
বিচারে সমানাধিকার লাভ করে। দারিদ্র্যের দুষ্টচক্র ভেঙে এমন একটি ভবিষ্যৎ নির্মাণ করা যেখানে কেউ পিছিয়ে থাকবে না। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
Mission
সমাজের সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা।অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর সম্ভাবনাকে উন্মোচন করার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করা।পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নে অবদান রাখা।
Objectives
মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করা। সমাজের দুর্বল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য জীবনমান উন্নয়নমূলক কাজ পরিচালনা করা। সম্পদ-সক্ষমতা-সম্ভাবনার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
Major Activities
• ঋণ কার্যক্রম
• নারী ক্ষমতায়ন ও উদ্যোক্তার উন্নয়ন
• সঞ্চয় কার্যক্রম
• কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম
• স্বাস্থ্য কর্মসূচি
• সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম
• দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি
• গবেষণা ও প্রকাশনা
• তথ্য-প্রযুক্তি ও ডিজিটালাইজেশন
Network / Forum
• ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)
• বাংলাদেশ শিশু অধিকার ফোরাম
• ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)
• গণসাক্ষরতা অভিযান
• ইনাফি-বাংলাদেশ ও এশিয়া
Partnership/Doner
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এবং অন্যান্য।
Head Office Address
Total Branch Offices
Total Staff
Comilla Office Address
শাকতলা, নোঁয়াগাও, চৌমুহনী, কুমিল্লা।