ব্র্যাক
Basic Information
ব্র্যাক একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। বৈষম্য ও দারিদ্র্যের মধ্যে বসবাসরত ১০ কোটিরও বেশি মানুষের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ব্র্যাক মানব সম্ভাবনা বিকাশে কাজ করছে। কমিউনিটি-নেতৃত্বাধীন ও সমন্বিত উন্নয়ন পদ্ধতির মাধ্যমে ব্র্যাক এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে নারী ও শিশুসহ প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে কাজ করে।ব্র্যাক সামাজিক উন্নয়ন কর্মসূচি, সামাজিক উদ্যোগ, মানবিক সহায়তা, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়সহ একটি সমন্বিত সমাধান ব্যবস্থার মাধ্যমে কাজ পরিচালনা করে।জেনেভাভিত্তিক স্বতন্ত্র গণমাধ্যম প্রতিষ্ঠান NGO Advisor কর্তৃক ব্র্যাক বহু বছর ধরে বিশ্বের এক নম্বর উন্নয়ন সংস্থা হিসেবে স্বীকৃত।
Chief of NGO Info
Name: আসিফ সালেহ
Designation: নির্বাহী পরিচালক, ব্র্যাক
Cellphone: ৮৮০২৯৮৮১২৬৫
E-mail: info@brac.net
Established Date
Legal Status
১) এনজিও বিষয়ক ব্যুরোঃ ০০২
তারিখঃ ২২/০৪/১৯৮১
২) এমআরএ সনদ নংঃ ০০৪৮৮-০০১-৮৬-০০০৬৫
Vision
সব ধরনের শোষণ ও বৈষম্যমুক্ত একটি বিশ্ব, যেখানে প্রত্যেকের নিজের সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ থাকবে।
Mission
দারিদ্র্য, নিরক্ষরতা, রোগব্যাধি ও সামাজিক অবিচারের পরিস্থিতিতে বসবাসরত মানুষ ও সম্প্রদায়কে ক্ষমতায়ন করাই আমাদের লক্ষ্য। অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে বৃহৎ পরিসরে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা কাজ করি, যাতে নারী ও পুরুষ উভয়েই তাদের সম্ভাবনা বাস্তবায়ন করতে পারে।
Objectives
দারিদ্র্য, বৈষম্য, নিরক্ষরতা, রোগব্যাধি ও সামাজিক অবিচার দূরীকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। নারী ও পুরুষ উভয়ের সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, এবং মানবিক সহায়তা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমতাপূর্ণ সমাজ গঠন করা।
Major Activities
- দক্ষতা উন্নয়ন কর্মসূচি।
- শিক্ষা কর্মসূচি।
- ব্র্যাক স্বাস্থ্য কার্যক্রম( যক্ষা নিয়ন্ত্রণ ও রিডিং গ্লাস ইমপ্রুভড লাইভলীহুড প্রজেক্ট এবং ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ )
- মাইগ্রেশন কর্মসূচি।
- সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা।
- ক্ষুদ্রঋণ ও আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম।
- জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিফিকেশন প্রোগ্রাম।
- মানবিক সহায়তা ও জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম।
- এন্টারপ্রাইজ কার্যক্রম সমূহ :
ক) কৃত্রিম প্রজনন কর্মসূচি
খ) ফিশারীজ কর্মসূচি
গ) ব্র্যাক নার্সারী
ঘ) ব্র্যাক কোল্ড স্টোরেজ
ঙ) ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট
চ) সীড এন্ড এগ্রো
ছ) আড়ং আউটলেট।
Network / Forum
- নিরাপদ সড়ক চাই” কমিটি।
- তথ্য অধিকার আইন সংশ্লিষ্ট ফোরাম।
- জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (National Road Safety Council) — ব্র্যাক সদস্য হিসেবে রয়েছে।
- World Road Safety Network (WRSN) — ব্র্যাক সহ-প্রতিষ্ঠাতা সদস্য।
- বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে এনজিও সমন্বয় কমিটি।
- পরিবেশ, নারী ও শিশু অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত নেটওয়ার্ক ও ফোরাম।
- অন্য এনজিও ফোরাম যেমন NGO Forum, FNB (Federation of NGOs in Bangladesh), CSO(Civil Society Organisation) Alliance.
Partnership/Doner
UNHCR, UNICEF, WFP, UNDP, Embassy of Switzerland in Bangladesh, European Union, Vision Spring, Bill & Melinda Gates Foundation, Global Affairs Canada, ইত্যাদি।
Head Office Address
Total Branch Offices
Total Staff
Comilla Office Address
ব্র্যাক আঞ্চলিক অফিস ও ব্র্যাক লার্নিং সেন্টার,শ্রীপুর, রাজেন্দ্রপুর, বিশ্ব রোড, কুমিল্লা-৩৫০০।