Jagorani Chakra Foundation
Basic Information
জাগরণী চক্র ফাউন্ডেশন ১ লা জানুয়ারী ১৯৭৬ ইং খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ইহা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। আর্থ সামাজিক উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
Chief of NGO Info
Name: Md Azadul Kabir Arzoo
Designation: Executive Director
Cellphone: 02477765045
E-mail: es@jcf.org.bd
Established Date
১ লা জানুয়ারী ১৯৭৬ইং
Legal Status
- সমাজ সেবা অধিদপ্তর, জয়েন্ট স্টক কোম্পানী।
- এন জিও বিষয়ক ব্যুরো।
- মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি।
Vision
দারিদ্রমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ।
Mission
সুবিধাবঞ্চিত ও অসহায় জনগোষ্ঠীর সক্ষমতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য সহযোগিতা করা।
Objectives
১. স্বনির্ভরতা এবং টেকসইতা অর্জনের জন্য সম্পদ উৎপাদন ও সক্রিয়করণ।
২. অভ্যান্তরীন নিয়ন্ত্রণ জোরদার করা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সিস্টেম।
৩. স্থিতিশীল সংস্থার বৃদ্ধির জন্য উপযুক্ত প্রযুক্তির অভিযোজন।
Major Activities
- ঋণ র্কাযক্রম
- স্বাস্থ্য সেবা
- শিক্ষা
Network / Forum
Partnership/Doner
- পিকেএসএফ
- বাংলাদেশ ব্যাংক।
Head Office Address
৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০
Comilla Office Address
বাড়ী নং ১৯৪/২ শ্রীবল্লবপুর, পদুয়ার বাজার বিশ্বরোড, কুমিল্লা।