Cumilla Ngo Portal

ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনেশিয়েটিভস ফর প্রোগ্রামড একশনস

Basic Information

ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশনস (উদ্দিপান) এনজিও একটি বাংলাদেশ-ভিত্তিক সংস্থা যা আর্থ-সামাজিক উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে, বিশেষ করে প্রান্তিক সম্প্রদায়ের জন্য। তাদের উদ্যোগগুলি শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা নির্বাহের কর্মসূচি এবং নারীর ক্ষমতায়নের বিস্তৃত পরিসর, যার লক্ষ্য সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলিকে উন্নীত করা। টেকসইতা এবং সম্প্রদায়ের অংশগ্রহণের উপর জোর দিয়ে, উদদিপান স্থানীয় চাহিদা অনুসারে প্রকল্প বাস্তবায়ন করে, দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করে। তাদের কাজের মধ্যে রয়েছে ক্ষুদ্রঋণ উদ্যোগ, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং অ্যাডভোকেসি প্রচেষ্টা, যা সবই সুবিধাবঞ্চিত অঞ্চলের মধ্যে স্বনির্ভরতা এবং সামাজিক অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত। সামগ্রিকভাবে, উদদিপান এনজিও উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির মাধ্যমে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে স্থায়ী প্রভাব তৈরি করার চেষ্টা করে।

Chief of NGO Info

UDDIPAN Chief

Name: Sayed Mustafizur Rahman

Designation: Executive director & C.E.O

Cellphone:

E-mail: ed@uddipan.org

Established Date

10-04-1984

Legal Status

১. সমাজ সেবা অধিদপ্তর (নিবন্ধন নং ০১৯১৪)
২. এনজিও বিষয়ক ব্যুরো (নিবন্ধন নং- নং ২৮৬)
৩. মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) নিবন্ধন নং- নং-ঢাকা সনদ নং: ০০১২৩-০০৮৪৮-০০০৩।
৪. জয়েন্ট স্টক কোম্পানী আন্ডার দ্য সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট নিবন্ধন নং-Act XXI of 1860 S-4243(345)/04
৫. ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম নেটওয়ার্ক মেম্বারশীপ সার্টিফিকেট (সিডিএফ)ও নিবন্ধন নং-ঢাকা, সদস্য সনদ নং বি-০৯০২।

Vision

পরিবেশতভাবে ভারসাম্যপূর্ণ, শোষণ ও বৈষম্যহীন একটি দারিদ্রমুক্ত সমাজ যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিশু, নারী, পুরুষ ও প্রতিবন্ধী সমমর্যাদায় সম্মানের সাথে বাস করবে।

Mission

আর্থ-সামাজিক ক্ষমতায়ন ও দারিদ্র বিমোচন, সংগঠন সৃষ্টি ও নেতৃত্ব উন্নয়ন, পরিবেশবান্ধব কার্যক্রম ও কার্যকর প্রযুক্তি বিকাশ। শিক্ষা, স্বাস্থ্য, দক্ষ উদ্যোক্তা সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়ন।

Objectives

আর্থ-সামাজিক ক্ষমতায়ন ও দারিদ্র বিমোচন, সংগঠন সৃষ্টি ও নেতৃত্ব উন্নয়ন, পরিবেশবান্ধব কার্যক্রম ও কার্যকর প্রযুক্তি বিকাশ। শিক্ষা, স্বাস্থ্য, দক্ষ উদ্যোক্তা সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়ন।

Major Activities

  • ঋণ কর্মসূচী
  • স্বাস্থ্য কর্মসূচী
  • সামাজিক কর্মসূচী
  • কৃষি কর্মসূচী
  • ওয়াশ কর্মসূচী।

Network / Forum

প্রক্রিয়াধীন।

Partnership/Doner

  • পি.কে, এস, এফ,
  • বাংলাদেশ ব্যাংক,
  • বিভিন্ন বানিজ্যিক ব্যাংক।

Head Office Address

বাড়ী নং ৯, রোড নং-১, ব্লক-এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড, রিং রোড, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

Total Branch Offices

925

Total Staff

6214

Comilla Office Address

কুমিল্লা আঞ্চলিক অফিস: ১ নং ই,পি, জেট গেইট, মেডিকেল কলেজ রোড, দক্ষিণ চর্থা, ব্যাংক এশিয়ার পাশে, লাবিবা টাওয়ার, কুমিল্লা।

Scroll to Top