Cumilla Ngo Portal

মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

Basic Information

মা ও শিশু একটি জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। মা ও শিশুর যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি দেশ ও জাতীর আর্থ-সামাজিক ও উন্নয়ন তরান্বিত হতে পারে, সামাজিক ভারসাম্য এবং সংস্কৃতির সুষ্ঠ বিকাশ হতে পারে। প্রতিটি শিশু পবিত্র ফুলের মত পৃথিবীতে জন্ম লাভ করে, যার কোলে তারা বড় হয়ে ওঠে, সেই  মায়ের অবস্থা প্রতিফলিত হয় শিশুর জীবন গঠনে, চরিত্র ও মানসিক বিকাশ সাধনে। তাই বিশ্ব ব্যাপী মা ও শিশুর যথাযথ নিরাপত্তা, তাদের যত্ন ও পরিচর্যা এবং অবস্থার উন্নয়নের জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মা ও শিশুর জন্য এই পরিচর্যার প্রয়োজন সর্বাধিক, তাই মা ও শিশুর প্রকৃত কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে মা ও শিশুদের অগ্রাধিকার প্রদান করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ন।

সমাজের এই অনগ্রসর শ্রেণিকে যথাযথ অধিকার প্রদান এবং যাবতীয় বঞ্চনা থেকে তাদেরকে রক্ষা করে তাহাদের কল্যাণের লক্ষ্যে মা ও শিশুদের জন্য এই প্রথমবারের মত কুমিল্লা সম্মানিত জেলা প্রশাসক জনাব কাতিবুর রহমান ও কুমিল্লা ষ্টেশন ক্লাবের মহিলা শাখার সভানেত্রী বেগম নার্গিস রহমানের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে ‘মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশন, কুমিল্লা’।

মা ও শিশুদের প্রকৃত পরিচর্যা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে তাদের ভাগ্যোন্নয়নের সকল প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত। এই ফাউন্ডেশন বিশ্বাস করে যে, সমাজের সকল অংশের সম্মিলিত সহযোগিতায় মা ও শিশুদের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

নাম: মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।

Chief of NGO Info

Ma O Shishu Kalyan Foundation- Chief

Name         :  Dil Nasheen Mohsen

Designation:  Chief Executive Director

Cellphone   : 01711867859

E-mail         : dilnasheenm@yahoo.com

Established Date

22.06.1995

Legal Status

  • সমাজ সেবা অধিদপ্তর- কুমি-585/95

Vision

লক্ষ্য্য ও উদ্দেশ্য:

ক) এই কর্মসূচীর আওতাধীন এলাকার মা ও শিশুর মৌলিক চাহিদা পূরণে সর্বাত্মক সহযোগিতা।

খ)মায়েদের প্রয়োজনে আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে উৎপাদনমূলক ও আয় বৃদ্ধিজনিত কর্মসূচীতে সম্পৃক্ত করিয়া তাহাদের জীবন-যাত্রার ধারণ ও মানোন্নয়ন করা।

গ) শিশু ও মায়েদের চিকিৎসা ও স্বাস্থ্য পরিচর্যায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা এবং তা বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন ও পরিচালনা করা। এলক্ষ্যে ভবিষ্যতে শিশুদের জন্য একটি লিভার ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হইবে।

ঘ) পাঠ্যরত ও গরীব শিশুদেরকে লেখাপড়া করার জন্য উৱসাহিত করা এবং তাহাদের মধ্যে বাতসরিক ফলাফলের ভিত্তিতে সাহায্য বা বৃত্তি প্রদান করা।

Mission

এলাকার আওতাধীন মায়েদের ভাগ্যোন্নয়নের জন্য বিভিন্ন প্রকার কারিগরী প্রশিক্ষণ দানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং আত্ম কর্মসংস্থানের সহযোগিতা প্রদান করা।

মা ও শিশু কল্যঅণ ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুর শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে সহায়ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা করা।

Objectives

* দরিদ্র নারী ও শিশুদের মৌলিক চাহিদা পূরণে সর্বার্থক সহযোগিতা প্রদান।

* সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে সমাজিক পরিবর্তন আনায়ন।

* দরিদ্র নারীদের আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচী পরিচালনা

* সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির দারিদ্র দূরীকরণ বিভিন্ন কর্মসূচী পরিচালনা করা।

Major Activities

  • শিশু শিক্ষা
  • আত্মনির্ভরশীল কর্মসূচী
  • প্রশিক্ষন
  • নারী ক্ষমতায়ন
  • সামাজিক সচেতনতা

Network / Forum

  • এডাব
  • ম্যাক ডেভেলপমেন্ট  ফাউন্ডেশন

Partnership/Doner

নাই

Head Office Address

ছোটরা কলোনী, কুমিল্লা

Total Branch Offices

1

Total Staff

Comilla Office Address

ছোটরা কলোনী, কুমিল্লা

Scroll to Top