ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল পিউপল (ভার্প)
Basic Information
ভার্প সংস্থাটি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ৫নং শুভপুর ইউনিয়নের মাধ্যমে কাজ শুরু হয়। যেহেতু উল্লেখিত ইউনিয়নের শিক্ষার হার খুব রহিয়াছে। বাস্থারা ২২%, গৃহহীন ১৪%, বিধবা ১৩%, পিতৃহারা ১১%। এখনো উল্লেখিত ইউনিয়নের আওতায় সকল প্রাথমিক বিদ্যালয়ে খাদ্যের বিনিময়ে প্রাথমিক শিক্ষা চালু রহিয়াছে। তাই উক্ত সংস্থাটি মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে স্থাপিত হয়েছে।
Chief of NGO Info
নাম: মোঃ মমতাজ উদ্দিন
পদবী: প্রধান নির্বাহী পরিচালক
মোবাইল: +৮৮০১৮১৭০৭১৫৬৩
ইমেইল: momtazuddin563@gmail.com
Established Date
১ অক্টোবর ১৯৯৯
Legal Status
- এম আর এ
- সমাজসেবা অধিদপ্তর
Vision
একটি টেকসই সমাজ, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, ও সমান সুযোগের মাধ্যমে প্রত্যেকে নিজের জীবন উন্নত করতে সক্ষম হবে।
Mission
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা।
Objectives
ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি।
Major Activities
ক্ষুদ্রঋণ প্রকল্প, উদ্যোক্তা, ক্ষুদ্রঋণ প্রকল্প, শিক্ষা, উন্নয়নমূলক কাজ।
Network / Forum
ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
Partnership/Doner
- সোনালী ব্যাংক পিএলসি
- বাংলাদেশ ব্যাংক
Head Office Address
কাদৈর বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
Comilla Office Address
কাদৈর বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা।