Cumilla Ngo Portal

Centre for Community Development Assistance (CCDA)

Basic Information

সিসিডিএ ১৯৯০ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নেরআদমপুর গ্রামে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে শিশু ও নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। সিসিডিএ বর্তমানে দেশের প্রথম সারির উন্নয়ন সংস্থা সমূহের মধ্যে অন্যতম। সিসিডিএ দেশের ১২টি জেলা- কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা ও নারায়নগঞ্জ জেলার ৫৪ টি উপজেলায় ১০৩ টি শাখার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

Chief of NGO Info

CCDA Chief

নাম: মোঃআব্দুস সামাদ

পদবি: নির্বাহী পরিচালক

মুঠোফোন: ০১৭১৪-১৬১৬৫০

ইমেইল: masamadbd15@gmail.com

Established Date

১৯৯০

Legal Status

সমাজ সেবা অধিদপ্তর : সনদ নং- কুমি-৩৭৮/৯০
এনজিও বিষয়ক ব্যুরো : সনদ নং- ১০১০
মাইক্রোক্রেডিটরেগুলেটরিঅথরিটি : সনদ নং- ০১০৩২-০১৭৮৮-০০২৪৫
ভ্যাটরেজিস্ট্রেশন : রেজি.নং- ০০০৬০৮৯৭৪
আয়কররেজিস্ট্রেশন : রেজি.নং- ৬৯৯৬০০৫৬২৭০৪
ভ্যাটরেজিস্ট্রেশন :রেজি.নং- ০০০৬০৮৯৭৪-০২০১

Vision

আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়নের মাধ্যমে শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন।

Mission

লিঙ্গ বৈষম্যের কারণে সমাজে পিছিয়ে থাকা গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু, কিশোর ও কিশোরীদের নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন করে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা।

Objectives

• আয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন।
• শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের নিশ্চয়তাসহ মৌলিক মানবাধিকার উন্নয়নে ভূমিকা পালন।
• কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও পুঁজি গঠন।
• সুবিধাবঞ্চিত, প্রান্তিক ও প্রবীণ জনগোষ্ঠীর খাদ্য ও সামাজিক নিরাপত্তা সৃষ্টি।
• দক্ষ মানব সম্পদ উন্নয়ন, টেকসই কৃষি ও পরিবেশ উন্নয়ন।
• সুশাসন ও মূল্যবোধের উন্নয়ন।

Major Activities

• ক্ষুদ্রঅর্থায়নও সঞ্চয়কার্যক্রম
• ক্ষুদ্র-উদ্যোগ ও কর্মসৃজনকার্যক্রম
• কর্মমুখী শিক্ষা ও দক্ষতা বিকাশ কর্মসূচি
• আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক ও গুণগত শিক্ষাকার্যক্রম
• দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি
• নারীউন্নয়নকর্মসূচি
• শিশু-কিশোর ও যুবউন্নয়নকর্মসূচি
• প্রবীণ জনগোষ্ঠীর জীবনমানউন্নয়নকর্মসূচি
• নিরাপদপানি ওপয়ঃনিষ্কাশন কর্মসূচি
• অভিবাসীশ্রমিকেরঅধিকার, সুরক্ষা ও দক্ষতাউন্নয়ন কর্মসূচি
• কৃষি, মৎস্য, ও প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি
• টেকসইখাদ্যউৎপাদন, প্রক্রিয়াকরণ ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি
• ইকো-ট্যুরিজম
• পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচি
• বৃক্ষরোপনকর্মসূচি
• পরিবেশ, জলবায়ু, দুর্যোগব্যবস্থাপনা ও পুনর্বাসনকার্যক্রম

Network / Forum

• নেটওয়ার্কফরইনফরমেশন, রেন্সপন্সএন্ডপ্রিপেয়ার্ডনেসএক্টিভিটিজঅনডিজাস্টার (নিরাপদ)
• ক্রেডিটএন্ডডেভেলপমেন্টফোরাম (সিডিএফ)
• খাদ্যঅধিকারবাংলাদেশ
• ম্যাকফাউন্ডেশন, কুমিল্লা
• পিপলসহেলথমুভমেন্টবাংলাদেশ (পিএইচএম)
• বাংলাদেশসিভিলসোসাইটিফরমাইগ্রেন্টস

Partnership/Doner

• গণপ্রজাতন্ত্রীবাংলাদেশসরকার
• পল্লীকর্ম-সহায়কফাউন্ডেশন (পিকেএসএফ)
• International Labour Organization (ILO)
• International Fund for Agricultural Development (IFAD)
• Canadian International Development Agency (CIDA)
• Swiss Agency for Development and Cooperation (SDC)
• CARE Bangladesh
• HELVETAS Bangladesh
• Department for International Development (DFID)
• World Food Programme (WFP)
• Unitarian Service Committee of Canada (USC)
• Australian High Commission (AHC)
• Refugee and Migratory Movements Research Unit (RMMRU)
• NGO Forum for Public Health
• Microcredit Consultative Group of Bangladesh (MCCB)
• Manusher Jonno Foundation (MJF)
• BURO Bangladesh
• BRAC
• DataSoft
• Fair Electronics
• ব্র্যাক ব্যাংক পিএলসি
• মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
• জনতা ব্যাংক পিএলসি
• এফএসআইবি ব্যাংক পিএলসি
• এনসিসি ব্যাংক পিএলসি
• ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
• এনআরবি ব্যাংক পিএলসি
• ট্রাস্ট ব্যাংক পিএলসি
• সাউথইস্ট ব্যাংক পিএলসি
• যমুনা ব্যাংক পিএলসি
• ওয়ান ব্যাংক পিএলসি

Head Office Address

বাড়ি-১/৮, ব্লক-জি, লালমাটিয়া হাউজিং এস্টেট, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭,

Total Branch Offices

103

Total Staff

871

Comilla Office Address

১. সিসিডিএ আদমপুর কার্যালয়
ফোন: ০১৭৩০৩৭৩২৮২
গ্রাম: পুটিয়া
ডাকঘর: রায়পুর
উপজেলা: দাউদকান্দি
জেলা: কুমিল্লা

২. সিসিডিএ পদুয়ার বাজার শাখা
ফোন: ০১৭৩০৩৭৩৩২৬
গ্রাম:শাকতলা, ডাকঘর/উপজেলা: কুমিল্লা সদর
জেলা: কুমিল্লা

Scroll to Top