Cumilla Ngo Portal

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)

Basic Information

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এ-দেশের পরিবার পরিকল্পনা আন্দোলনে পথিকৃৎ প্রতিষ্ঠান। সমগোত্রীয় বেসরকারি সংস্থাগুলোর মধ্যে প্রাচীন ও সর্ববৃহৎ এই প্রতিষ্ঠান সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ব্রত নিয়ে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়।
এ প্রতিষ্ঠনের কার্যক্রম বহুমাত্রিক। দেশব্যাপী বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিগ্রস্ত জনগণের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সহায়তার লক্ষ্যে এফপিএবি অ্যাডভোকেসি ও সেবাদান কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া স্বাস্থ্যহীনতা, অনাকাঙিক্ষত গর্ভধারণ, সহিংসতা ও বৈষম্য পরিহার করে যৌনজীবন উপভোগের বিষয়টিকে যুবগোষ্ঠীর অধিকার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্থাটি কাজ করে চলেছে।
এফপিএবি ২১টি পূর্ণাঙ্গ ক্লিনিক, ৬টি ইউনিট ক্লিনিক ও ৬৩টি ভ্রাম্রমাণ ক্লিনিকের এশটি শক্তিশালী ও সুদক্ষ নেটওয়ার্ক পরিচালনা করছে। ‘তারারমেলা’ নামক ২১টি বিশেষ সেবাকেন্দ্রের মাধ্যমে যুববান্ধব সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। বছর জুড়ে ১,০০০ জন রিপ্রোডাকটিভ হেলথ্ প্রোমোটর (আরএইচপি) মানুষের দোরগোড়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছেন। সংস্থার ২১টি শাখা অফিসের আওতায় ৭২টি পরিবার উন্নয়ন কেন্দ্র নারীর ক্ষমতায়নে নানা ধরনের উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনা করছে।

Chief of NGO Info

নাম: মো: হারুন-আর-রশিদ

পদবী: সহ-সভাপতি

মোবাইল: ০১৭১১-৮৬৯১৯৩

ই-মেইল: info@fpab.org.bd

Established Date

1953

Legal Status

১। সমাজসেবা অধিদপ্তর নিবন্ধন নং: ১২২৮       নিবন্ধনের তারিখ :- ১৫-০৫-১৯৬৪ইং

২। পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিবন্ধন নং: ০১   নিবন্ধনের তারিখ:-  ২০-০৪-১৯৭৭ইং

৩। এনজিও ব্যুরো নিবন্ধন নং: ০৬৮               নিবন্ধনের তারিখ:-  ১৮-০৮-১৯৮১

Vision

এফপিএবি স্বপ্ন দেখে এমন একটি দেশের যেখানে নারী পুরুষ ও কিশোর-কিশোরীদের চাহিদামত সেবা পাওয়ার অধিকার রয়েছে, যেখানে যৌনতা একটি স্বাভাবিক ও মূল্যবান বিষয় এবং মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত, এমন একটি বিশ্ব যেখানে প্রত্যেকের চাহিদার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা হয় এবং যেখানে বিভেদ ও বৈষম্যের কোন স্থান নেই।

Mission

  • যৌন স্বাস্থ্য ও প্রজনন অধিকার বিষয়ে এডভোকেসি ও প্রয়োজনীয় সেবাদানের মাধ্যমে প্রতিটি মানুষের বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিগ্রস্থ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন।
  • স্বাস্থ্যহীনতা, অনাকাঙ্খিত গর্ভধারণ, সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত যৌনজীবন উপভোগের জন্য যুব-জনগোষ্ঠির অধিকার সুরক্ষা।
  • আইনানুগ ও নিরাপদ গর্ভাবসানের সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে নারীদের অধিকার রক্ষায় সহায়তা প্রদান।
  • যৌনবাহিত সংক্রমণ/ব্যাধি দূরীকরণ এবং এইচআইভি/এইডস নির্মূলের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ।
  • অধিক দক্ষতার সঙ্গে এবং কার্যকরভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা।

Objectives

১। মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান

২। যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার সংরক্ষণ

৩। পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরন ও সেবা প্রদান

৪। কিশোর-কিশোরী যুবদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, সেশন ও যুব বান্ধব সেবা প্রদান

৫। তথ্য, স্বাস্থ্য শিক্ষা ও সেবা প্রদানে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বাধা দুরীকরণ

৬। লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ হ্রাসে সচেতনতা তৈরী

৭। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পছন্দ  ও অধিকার নিশ্চিতকল্পে নারীর ক্ষমতায়ন এবং  যৌন ও  প্রজনন স্বাস্থ্য সেবায় পুরুষদের অংশগ্রহণ নিশ্চিত করা

৮। আবশ্যিক সেবা প্যাকেজ FP, MCH, GBV, Gynecological, RTI/STI এবং Men SRH  ইত্যাদির সমন্বিত সেবা প্রদান জোরদার করা

৯। স্টাটিক ক্লিনিক, স্যাটেলাইট হেলথ্ ক্যাম্প, কমিউনিট বেসড ডিস্ট্রিবিউশন (সিবিডি) এসআরএইচআর সেশন ও এডভোকেসি কার্যক্রম ।

Major Activities

 পরিবার পরিকল্পনা কাউন্সিলিং ও সেবা (স্বল্প মেয়াদী, দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতি)
 নিরাপদ মাতৃত্ব সেবা
 মায়ের পুষ্টি সেবা
 নবযাতকের যত্ন
 মাসিক নিয়মিতকরণ সেবা
 কিশোর-কিশোরীর সেবা
 বন্ধ্যাত্বের চিকিৎসা
 এইচআইভি/এইডস সংক্রমণ ও প্রতিরোধ
 জরায়ুর মুখে ক্যান্সার নির্ণয় (ভায়া) পরীক্ষা
 আরটিআই/এসটিআই সেবা
 আল্ট্রাসনোগ্রাম সেবা
 গাইনোকোলজিক্যাল সেবা
 প্যাথলজিক্যাল সেবা
 মহিলাদের টিটি টিকা
 ইপিআই
 সাধারণ রোগের সেবা

Network / Forum

নাই

Partnership/Doner

নাই

Head Office Address

এফপিএবি, ২ নয়া পল্টন, ঢাকা- ১০০০।

Total Branch Offices

21

Total Staff

100

Comilla Office Address

হোল্ডিং নং- ২৪৫/২৭৯, আমিন মহল
উত্তর চর্থা (নবাব বাড়ী চৌমুহনী), কুমিল্লাা-৩৫০০
ফোন নং- ০২৩৩৪৪০১৪৩২
ই-মেইল: comilla@fpab.org.bd

Scroll to Top