Local Development Program (L D P)
Basic Information
দারিদ্রতা মানুষকে মহান করে, যদি তাকে সঠিক ভাবে কাজে লাগানো যায়। দরিদ্র দূরিকরন সমাজের জন্য একটি উন্নয়ন। এই উপলব্দি থেকেই এল ডি পি প্রতিষ্ঠ হয়। সমাজ থেকে দারিদ্র্য দুর করা অনেক কঠিন কাজ। কিছু স্বার্থন্বেসী , অর্থলোভী মহাজন প্রকৃতির লোক কখনই চায় না সমাজ থেকে দারিদ্র্য দূর হোক । সমাজের এমন এক পরিস্থিতিতে ২০০৫ সালে খুবই ছোট আকারে এল ডি পি সংস্থাটি গড়ে ওঠে। যা সর্বাবস্থায় দারিদ্র্য জনগোষ্ঠির সচেতনতা মূলক এবং আর্থ সামাজিক কাজ করে আসছে।
Chief of NGO Info
Name: Md. Zahirul Islam
Designation: Executive Director (E.D)
Cellphone:01818-062193
E-mail: ldp2004a@gmail.com
Established Date
Legal Status
ক) এল ডি পি সংস্থাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতায় ১৯৬১ সালে অধ্যাদেশ (নম্বর- ৪৬) এর ৪(৩) ধারার অধীনে নিবন্ধিত। নিবন্ধন নং কুমি-১৫৬৯/২০০৫, তারিখ-১৭.০১.২০০৫ ইং
খ) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি- ০২০৭৩-০০৫১৮-০০৭২১, তারিখ-১১.০৭.২০১৩ইং
Vision
আর্ন্তজাতিক মানের সংস্থায় নিজেদের প্রতিষ্ঠা করা । এমন একটি সমাজ গঠন করতে চাই যাহা হবে ক্ষুধামুক্ত সমাজ ব্যবস্থা যেখানে থাকবে শিক্ষার আলো। এছাড়াও পরিবেশগত ও র্অনৈতিকভাবে সমৃদ্ধির দিকে হবে আগুয়ান।
Mission
ক) গ্রামীন ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিসেবা।
খ) অতিদরিদ্র ঋণ কার্যক্রম পরিসেবা।
গ) মৌসুমী ঋণ কার্যক্রম পরিসেবা।
ঘ) সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিসেবা।
Objectives
ক) তৃর্নমূল পর্যায়ে সমিতি গঠন করা।
খ) সদস্যদের সঞ্চয়ী মনোভাব তৈরি করা।
গ) ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।
ঘ) সদস্যদের আয় বৃদ্ধিমূলক কর্মসংস্থানের জন্য প্রশিক্ষন দেওয়া।
ঙ) নারী-পুরুষ সম্পর্ক উন্নয়নের জন্য ব্যাপক কার্যক্রম অব্যাহত রাখা।
Major Activities
গ্রামীন ক্ষুদ্রঋণ কার্যক্রম , অতিদরিদ্র ঋণ কার্যক্রম, মৌসুমী ঋণ কার্যক্রম, গৃহ ঋণ কার্যক্রম।
Network / Forum
ম্যাক ফাউন্ডেশন।
Partnership/Doner
নাই
Head Office Address
Total Branch Offices
Total Staff
Comilla Office Address
আসমানিয়া বাজার, নারান্দিয়া, তিতাস, কুমিল্লা।