Cumilla Ngo Portal

পল্লী উন্নয়ন পরিষদ (পউপ)

Basic Information

সমাজের সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নের ও মৌলিক অধিকার কথা চিন্তা করে ১৯৯০ সালের ডিসেম্বর  মাসে কুমিল্লা  সাবেক সদর  দক্ষিণ  বর্তমান লালমাই উপজেলা যুব পুরুষ মহিলা নিয়ে পল্লী উন্নয়ন পরিষদ (পউপ) গড়ে তোলেন। ১৯৯৪ সালে সমাজ সেবা অধিদপ্তর হতে নিন্ধন নিয়ে নিজেদের সক্রিয় প্রচেষ্টায় দারিদ্র জনগোষ্ঠির ভাগ্যের উন্নয়ন সম্ভব  এমন বিশ্বাস থেকেই সংস্থার  যাত্রা আরম্ভ। শিক্ষাই যে সমাজের  উন্নয়নের চাবিকাঠি সে ধারণটা আরোও বেশী সুদৃঢ় ও পরিপক্কতা লাভ করেছে। সে কারণে পল্লী উন্নয়ন পরিষদ( পউপ) ১৯৯৫ সালে শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন ও নিরাপদ পানিও কর্মসংস্থানের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নের কাজ শুরু করে। এই সফলতার হাত ধরে  কুমিল্লা জেলার বাইরে কিশোরগঞ্জ , নোয়াখলী, বি বাড়িয়া, চাদঁপুর ,জেলা এবং ঢাকা , খুলনা , চট্রগ্রাম শহরে কাজ করেছে। সংস্থা শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন ও নিরাপদ  পানি, সংগঠন প্রতিষ্ঠা ও মানবাধিকরের সাথে দারিদ্র বিমোচনে ব্যাপক ভুমিকার সাথে ১৯৯৮সালে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু করে।ক্ষুদ্রঋণের সাথে সংস্থা দরিদ্র জনগনের মধ্যে ঘর নির্মানের জন্য গৃহায়ন ঋণ প্রাদান করে। পল্লী উন্নয়ন পরিষদ(পউপ)বিশ্বাস করে সমাজের সুবিধা বঞ্চিত  দরিদ্র  জনগোষ্ঠির উন্নয়নে উদ্যোগ গড়ে উঠা সংগঠনের মাধ্যমেই  টেকসই উন্নয়ন সম্ভব। তাই পল্লী উন্নয়ন পরিষদ (পউপ) গ্রাম পর্যায়ে নারী পুরুষ  বিশেষ করে মহিলাদে নিয়ে সমিতি গঠন করে তাদের উন্নয়নে ক্ষুদ্র ঋণ পরিচালনা করে। দীর্ঘ পথ পরিক্রমায় সংস্থার  সুচিন্তিত  নীতি নির্ধারণী , সঠিক ব্যবস্থাপনা ও দক্ষ কর্মী ও মেধা, শ্রম ও নিষ্ঠার ফসল হিসাবে প্রতিষ্ঠান আজ শক্ত ভিত্ততে দাঁড়িয়েছে।

Chief of NGO Info

PUP Chief

নাম                   : নাসরিন আক্তার

পদবী                  : নির্বাহী পরিচালক

মোবাইল নম্বর       : ০১৮১৯-৫৪৯৮৯৭

০১৭১১-৮৬৭৮৭২

ইমেইল              : malek_pup@yahoo.com

Established Date

03/04/1994

Legal Status

ক্রমিক নং নিবন্ধন কর্তৃপক্ষ নিবন্ধন নম্বর নিবন্ধনের তারিখ
সমাজ সেবা অধিদপ্তর কুমি-৫২৫/৯৪ ০৩/০৪/১৯৯৪
এনজিও বিষয়ক ব্যুরো ২৩৮৭ ১৩/০৯/২০০৮
মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ০১৬৬৭-০০৮৩২-০০৪৪০ ১৯/০৮/২০০৯
যুব উন্নয়ন অধিদপ্তর যুউঅ/কুম/স্বীকৃতি/২৯/১৮ ০১/০১/২০১৮

Vision

নারী পুরুষের সমতা ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা, মৌলিক ও মানবাধিকার নিশ্চিতা বিধান  সহ আর্থ – সামাজিক উন্নয়ন।

Mission

সমাজের সুবিধা বঞ্চিত ও অবহেলিত দরিদ্র জনগোষ্ঠি উৎপাদন মূখী কর্মকান্ডে সম্পৃক্ত কারণ এবং তাদের অবস্থার উন্নয়ন।

Objectives

ক. সমাজের  সুবিধা বঞ্চিত ও অবহেলিত দরিদ্র জনগোষ্ঠি বিশেষ করে নারীদেরকে উৎপাদন মূখী কর্মকান্ডে সম্পৃক্ত করে এবং তাদের সামর্থ ও সমতা বৃদ্ধির মাধ্যমে চাহিদা ভিত্তিক কর্মসূচী  প্রণয়ন ও বাস্তবায়ন।

খ. অর্থনৈতিক উন্নয়নের পাপাশি অন্যান্য উন্নয়নমূলক  কর্মসুচী   যেমন:- শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও নিরাপদ পানি পরিবেশন সহ বিভিন্ন কর্ম সুচী গ্রহণ করা

Major Activities

  • সমিতি গঠন
  • ঋণ কার্যক্রম
  • শিক্ষা, গৃহায়ণ
  • মাদকা শক্তি প্রতিরোধ
  • নারীর ক্ষমতায়ন
  • বাল্যবিবাহ রোধ
  • মানবাধিকার
  • শিশু ও নারী পাচার প্রতিরোধ ও উদ্ধুদ্ধকরণ।

Network / Forum

  • এডাব
  • সিডিএফ
  • ম্যাক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

Partnership/Doner

  • সাউথইষ্ট ব্যাংক
  • এবি ব্যাংক
  • ম্যাক ফাউন্ডেশন
  • বাংলাদেশ ব্যাংক গৃহায়ণ তহবিল।

Head Office Address

গ্রাম+পো : আলীশ্বর, উপজেলা : লালমাই, জেলা : কুমিল্লা ।

Total Branch Offices

4

Total Staff

28

Comilla Office Address

গ্রাম+পো : আলীশ্বর,  উপজেলা : লালমাই, জেলা : কুমিল্লা ।

Scroll to Top